Advertisement

Advertisement
আধুনিক বাংলাছায়াছবি

Ei Hridoyer Shada Kagoje (এই হৃদয়ের সাদা কাগজে) Lyrics by Kumar Bishwajit & Kanak Chapa

Tuesday, October 29, 2019, October 29, 2019 WAT
Last Updated 2020-07-15T11:25:14Z
Advertisement
http://lyricsbanglasongbd.blogspot.com/

এই হৃদয়ের সাদা কাগজে

হে লা লা লা হে হে হে আহা... 
এই হৃদয়ের সাদা কাগজে
লিখে দিলাম তুমি আমার। 
এই কথা জেনে যাক পৃথিবী
তুমি আমার আমি তোমার
তুমি আমার...আমি... তোমার।

এই হৃদয়ের সাদা কাগজে
লিখে দিলাম তুমি আমার। 
এই কথা জেনে যাক পৃথিবী
তুমি আমার আমি তোমার
তুমি আমার...আমি... তোমার।

অন্ধকারে দেখি তোমায় 
বন্ধ করে দু'নয়ন, 
স্বর্গ থেকে আসো তুমি
স্বপ্নে আমার সারাক্ষণ। 

অন্ধকারে দেখি তোমায় 
বন্ধ করে দু'নয়ন, 
স্বর্গ থেকে আসো তুমি
স্বপ্নে আমার সারাক্ষণ।

প্রিয় নাম ধরে ডেক অবসরে
আসবো ছুটে বারেবার...
আমি তোমার। 

এই হৃদয়ের সাদা কাগজে
লিখে দিলাম তুমি আমার। 
এই কথা জেনে যাক পৃথিবী
তুমি আমার আমি তোমার, 
তুমি আমার...আমি... তোমার।

এক জীবনে কেন আমি
পেলাম শুধু যে তোমায়, 
মন তোমাকে আরো যেন 
অনেক জীবন পেতে চায়। 

এক জীবনে কেন আমি
পেলাম শুধু যে তোমায়, 
মন তোমাকে আরো যেন 
অনেক জীবন পেতে চায়। 

প্রেমেরই ভুবনে জীবনে মরণে 
থাকবো দুজন দুজনার
আমি তোমার। 

এই হৃদয়ের সাদা কাগজে
লিখে দিলাম তুমি আমার। 
এই কথা জেনে যাক পৃথিবী
তুমি আমার আমি তোমার
তুমি আমার...আমি... তোমার।

এই হৃদয়ের সাদা কাগজে
লিখে দিলাম তুমি আমার। 
এই কথা জেনে যাক পৃথিবী
তুমি আমার আমি তোমার
তুমি আমার...আমি... তোমার।

TrendingMore