Advertisement

Advertisement
আর.ডি বর্মনপুরনো দিনের গান

Mone Pore Ruby Roy(মনে পড়ে রুবি রায়) Lyrics by R.D Burmon | A.I Razu

Tuesday, October 29, 2019, October 29, 2019 WAT
Last Updated 2020-07-15T11:25:13Z
Advertisement

https://lyricsbanglasongbd.blogspot.com
মনে পড়ে রুবি রায়
Lyric : Sachin Bhowmick
Tune & Music : R.D. Burman

মনে পড়ে রুবি রায়
মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে
একদিন কত করে ডেকেছি
আজ হায় রুবি রায় ডেকে বল আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি
মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে
একদিন কত করে ডেকেছি
আজ হায় রুবি রায় ডেকে বল আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি
মনে পড়ে রুবি রায়

রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে
বাস থেকে তুমি যবে নাবতে
একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে
সে কথা কি কোনোদিন ভাবতে
রোদ জ্বলা দুপুরে সুর তুলে নুপুরে
বাস থেকে তুমি যবে নাবতে
একটি কিশোর ছেলে একা কেন দাঁড়িয়ে
সে কথা কি কোনোদিন ভাবতে

মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে
একদিন কত করে ডেকেছি
আজ হায় রুবি রায় ডেকে বল আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি
মনে পড়ে রুবি রায়

দ্বীপ জ্বলা সন্ধ্যায় হৃদয়ের জানালায়
কান্নার খাঁচা শুধু রেখেছি
ও পাখি সে তো আসেনি তুমি ভালোবাসোনি
স্বপ্নের জাল বৃথা বুনেছি 
দ্বীপ জ্বলা সন্ধ্যায় হৃদয়ের জানালায়
কান্নার খাঁচা শুধু রেখেছি
ও পাখি সে তো আসেনি তুমি ভালোবাসোনি
স্বপ্নের জাল বৃথা বুনেছি 

মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে
একদিন কত করে ডেকেছি
আজ হায় রুবি রায় ডেকে বল আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি
মনে পড়ে রুবি রায় কবিতায় তোমাকে
একদিন কত করে ডেকেছি
আজ হায় রুবি রায় ডেকে বল আমাকে
তোমাকে কোথায় যেন দেখেছি
মনে পড়ে রুবি রায়
মনে পড়ে রুবি রায়