Advertisement

Advertisement
Entertainmentআন্তর্জাতিকখেলাধুলাপ্রযুক্তিবিনোদনরাজনীতিলাইফস্টাইলশিক্ষা

সারার সঙ্গে থাকলেই কেন লজ্জা পান, জানালেন কার্তিক

Monday, January 20, 2020, January 20, 2020 WAT
Last Updated 2020-07-15T11:25:10Z
বলিউড তারকা সারা আলী খান ও কার্তিক আরিয়ান অভিনীত 'লাভ আজ কাল' ছবির রিমেকের ট্রেইলার প্রকাশ করা হয়েছে। ট্রেইলার প্রকাশ অনুষ্ঠানে সারার সঙ্গে রসায়ন নিয়ে মুখ খুলেছেন কার্তিক।
Advertisement
বাবা অভিনেতা সাইফ আলী খানের সঙ্গে একটি টিভি অনুষ্ঠানে সারা জানিয়েছিলেন, 'তিনি কার্তিকের ওপর ক্রাশ।' এবার কার্তিক জানিয়েছেন, সেই অনুষ্ঠান দেখার পর কার্তিক নিজেই সারার ওপর ক্রাশ খেয়েছেন। এখন সারা 'হ্যাঁ', 'না' যাই বলুক, সারা তার হয়ে গেছে।
সেই টিভি অনুষ্ঠানের পর কার্তিকের সঙ্গে সারার পরিচয় করিয়ে দেন বলিউড তারকা রণবীর সিং। তারপর তাদের দুজনকে বিভিন্ন কফিশপে, রেস্তোরাঁয়, ফ্যাশন শোসহ নানা অনুষ্ঠানে একসাথেই দেখা গেছে। কিন্তু প্রতিবারই সারার সঙ্গে ক্যামেরাবন্দী হতে লজ্জা পেয়েছেন কার্তিক। সারার সঙ্গে থাকলে তার লজ্জা পাওয়ার কারণ জানতে চাইলে কার্তিক বলেন, সারা বলেন জাতীয় টেলিভিশন চ্যানেলে সারা যখন বলেছিল সে আমার ওপর ক্রাশ তখন আমি তার ওপর ক্রাশ খেয়েছি। সারা যা বলার সরাসরি টিভিতে বলে দিয়েছে।